;
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৮ ২৮ নভেম্বর ২০২৪
মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশিসহ ১১৯ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশিসহ ১১৯ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে ১৪ বাংলাদেশিসহ ১১৯ অভিবাসীকে আটক করা হয়েছে। সেলাঙ্গরের আমপাংজায়া এলাকায় অভিবাসন বিভাগ এ অভিযান চালায়, যেখানে ৪০০ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়।

অভিযানের বিস্তারিত

সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, গোপনে এক মাসেরও কম সময় নজরদারি শেষে এই অভিযান চালানো হয়। ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই অভিযানে বিভিন্ন ফ্ল্যাটে প্রবেশ করে কাগজপত্র পরীক্ষা করা হয়।

আটককৃতদের পরিচয়

এ ঘটনায় মোট ১১৯ জন অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭১ জন পুরুষ এবং ১৮ জন নারী মিয়ানমারের নাগরিক, ১৪ জন বাংলাদেশি, ৮ জন নেপালের, ৪ জন ভারতের, এবং ৩ জন ইন্দোনেশিয়ার পুরুষ এবং ১ জন নারী রয়েছেন।

পরবর্তী পদক্ষেপ

অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের আরও পরীক্ষার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বৈধ কাগজপত্রের পরীক্ষা-নিরীক্ষা শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ অভিযান সম্পর্কে অভিবাসন বিভাগের বক্তব্য

খায়রুল আমিনুস কামারউদ্দিন বলেন, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের অভিবাসন আইন মেনে চলা সব অভিবাসীকে নিরাপত্তা প্রদান করা হবে, তবে যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই অভিযানটি মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কঠোর মনিটরিং এবং নিয়ন্ত্রণে থাকা অভিবাসন আইন প্রয়োগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম

ঠিকানা: ৫২/৬, র‍্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮

সোশ্যাল মিডিয়াতে আমরা

info@allnewsbd24.com

allnewsbd24.info@gmail.com

© ২০২৪ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪