Saturday, October 12, 2024
সারাদেশ

চাকরি না করার ইচ্ছে থেকেই উদ্যোক্তা হওয়া

১৩ এপ্রিল ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে Qamarun Agro Farm । দুই বন্ধুর হাত ধরেই এই প্রতিষ্ঠানের সূচনা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জুবাইদ হোসেন জিয়ান বলেন, বন্ধুত্ত দীর্ঘস্হায়ী করতে এবং শরীয়াহ ভিত্তিকভাবে নতুন এগ্রো কনসেপ্ট মানুষের কাছে তুলে ধরতেই আমাদের এই যাত্রা শুরু হয়।

আরেকজন প্রতিষ্ঠাতা ইখতিয়ার উদ্দিন তার এক বক্তব্যে বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আমাদের এই পরিশ্রম হালাল উপার্জনের জন্য। এছাড়াও একজন আরেকজনের প্রতি বিশ্বাসের জায়গা থেকেই আমাদের একসাথে কাজ করা।

ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি জাতীয় একটি উদ্যোগতা সম্মেলন করেছে। এবং প্রতিষ্ঠাতাগন আরও বলেন, আমরা প্রতি বছরই এই ধরনের আয়োজন করব। এবং আমাদের এই যাত্রায় সবসময় পাশে ছিলো আমাদের বাবা-মা এবং Agreen Foundation। তাদের প্রতি আমাদের সব অর্জন উৎসর্গ করলাম।

এই দুই বন্ধু কখনোই চাকরির পিছনে ছুটতে চাননি। তারা চেয়েছের মানুষের চাকরির সুযোগ তৈরি করতে। প্রথমে অনেক বাধা থাকলেও তারা দমে যাননি। এগিয়ে গেছেন আপন গতিতে।

তারা আরও বলেন, মানুষের ভালোবাসায় আমরা এভাবেই এগিয়ে যেতে চাই। এবং দেশের জন্য কিছু করতে চাই।

Facebook
WhatsApp
Skype
Telegram
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *