;
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৩ ২৭ নভেম্বর ২০২৪
হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

২০১ রানের হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

অ্যান্টিগা টেস্টের ভাগ্য আগের দিনই নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। সেটাও দ্রুতই সেরে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ২ উইকেট তুলে নিয়ে ২০১ রানের জয় দিয়ে সিরিজ শুরু করেছে ক্যারিবীয়রা। ৩৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৩২ রানেই।


৭ উইকেটে ১০৯ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে না হলে শেষ দিন হয়তো বাংলাদেশের জয়ের প্রত্যাশাতেই থাকতেন দর্শকরা। তবে তেমনটা হয়নি। পঞ্চম দিনের শুরুতেই হাসান মাহমুদের উইকেট হারায় বাংলাদেশ।


আলজারি জোসেফের করা ৩৩তম ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। ১২ বল খেললেও রানের দেখা পাননি তিনি। এরপর আলজারি জোসেফের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন ৩১ রান করা জাকের আলী।



যদিও রিভিউ নিয়েছিলেন বাংলাদেশের এই ব্যাটার। কিন্তু কাজ হয়নি। পিচিং এবং হিটিং স্টাম্পের মধ্যেই ছিল। ফলে তাকে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। এরপর শরিফুল ইসলাম চোটের কারণে রিটায়ার্ড হার্ট হলে বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।


৩৮তম ওভার খেলার পর পর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলালেন শরিফুল ও তাসকিন। তখনই আঁচ পাওয়া যাচ্ছিল বাংলাদেশ দল আর ব্যাটিং চালিয়ে যাচ্ছে না। কিছুক্ষণ পরেই জানা গেল কারণ। আলজারি জোসেফের করা আগের ওভারে কাঁধের পেছনের অংশে আঘাত পান বাংলাদেশের শেষ ব্যাটার শরিফুল।


বাংলাদেশের ফিজিওকে মাঠে ঢুকে তাঁকে প্রাথমিক চিকিৎসাও দিতে দেখা যায়। এরপর ব্যথার কারণেই আর ব্যাটিং করতে পারেননি শরিফুল। তিনি রিটায়ার্ড হার্ট হয়েই মাঠ ছাড়েন। তিনি ফিরে যাওয়ায় বাংলাদেশের ইনিংস থামে ১৩২ রানে। আর বাংলাদেশ ম্যাচ হারে ২০১ রানে।


সংক্ষিপ্ত স্কোর-


ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস)- ৪৫০/৯ (১৪৪.১ ওভার) (লুইস ৯৭, আথানেজ ৯০, হজ ২৫, সিলভা ১৪, গ্রেভস ১১৫*, রোচ ৪৭, সিলস ১৮, শামার ১১*; হাসান ৩/৮৭, তাসকিন ২/৭৬)


বাংলাদেশ (প্রথম ইনিংস)- ২৬৯/৯ (৯৮ ওভার) (জাকির ১৫, জয় ৫, দিপু ১৮, মুমিনুল ৫০, লিটন ৪০, মিরাজ ২৩, জাকের ৫৩; আলজারি ৩/৬৯, সিলস ২/৪২)


ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় ইনিংস)- ১৫২/১০ (৪৬.১ ওভার) (লুইস ৮, ব্রাথওয়েট ২৩, কাভেম ১৫, অ্যাথানাজ ৪২, ডি সিলভা ২২, আলজারি ১৭; তাসকিন ৬/৬৪)


বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ১৩২/১০ (৩৮ ওভার) (জাকির ০, জয় ৬, মুমিনুল ১১, দিপু ৪, লিটন ২২, মিরাজ ৪৫, জাকের ৩১)

প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম

ঠিকানা: ৫২/৬, র‍্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮

সোশ্যাল মিডিয়াতে আমরা

info@allnewsbd24.com

allnewsbd24.info@gmail.com

© ২০২৪ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪