আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দশম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দূরন্ত ঢাকা। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দূরন্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আগে ব্যাট করতে নেমে ইমরুল ও হৃদয়ের ব্যাটে ভর করে ১৪৩ রান স্কোর বোর্ডে জমা করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের এক ম্যাচে ফ্রাঞ্চাইজি গুলো চার জন করে বিদেশী খেলাতে পারবে। কিন্তু আজকের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তিন জন বিদেশী ক্রিকেটার নিয়ে একাদশ সাজিয়েছে। পাকিস্তানের খুশদিল শাহ ও ওয়েস্ট ইন্ডির ম্যাথু ফোর্ড এবং রস্টন চেজকে একাদশে রেখেছে দলটি। তবে ঢাকার একাদশে আছে চার জন বিদেশী ক্রিকেটার। পাকিস্তানের উসমান কাদির, শ্রীলঙ্কার দানুষ্কা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা এবং লাসিথ ক্রুসপুল্লে নিয়ে একাদশ সাজিয়েছে দূরন্ত ঢাকা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংস বিবরণ:
ওপেন করতে লিটন সাথে আসেন ইমরুল কায়েস। লিটন ১৬ বলে ১৩ রান করে ডি সিলভার বলে নাঈম হাতে ক্যাচ দিয়ে নিজের উইকেট হারান। তবে ব্যাটিংয়ে ঝড় তুলেছেন ইমরুল কায়েস। হৃদয়কে সঙে নিয়ে কুমিল্লাকে এগিয়ে নিয়ে যান ইমরুল। ৪১ বলে ৪৭ রান করে তাসকিনের বলে ক্যাচ দিয়ে ফিরেন হৃদয়। ৫৬ বলে ৬৬ রান করে তাসকিনের বলে কাটা পড়েন ইমরুল। ৫ বলে ১৩ রান করে শরিফুলের বলে কাটা পড়েন খুশদিল শাহ। এরপর রস্টন চেজ ও মাহিদুল ইসলামকে ফিরিয়ে নিজের হ্যাট্রিক পুরন করেন শরিফুল।